প্রফেশনাল পানির ট্যাংক পরিষ্কার সার্ভিস ঢাকা

প্রফেশনাল পানির ট্যাংক পরিষ্কার সার্ভিস ঢাকা

আপনার ব্যবহৃত পানিকে নিরাপদ ও জীবানুক্ত নিশ্চিত করুন আমাদের পেশাদার পরিষেবা দিয়ে!

পানির ট্যাংক পরিষ্কার করা হচ্ছে

কেন নিয়মিত পানির ট্যাংক পরিষ্কার করবেন?


দীর্ঘদিন ধরে পানির ট্যাংক পরিষ্কার করা না হলে পানির ট্যাংক এর দেওয়ালে বিভিন্ন রকম শ্যাওলা ও ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই শ্যাওলা এবং বিশাক্ত ব্যাকটেরিয়া পানির সাথে মিশে পানিকে দূষিত করে এবং এই দূষিত পানি পান করার কারনে আপনার দেখা দিতে পারে নানান রকম সাস্থ্যঝুকি। এছাড়াও দূষিতপানি নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে নানান রকম জটিলতা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে দেখা যায় পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হল পানিবাহিত রোগ। এছাড়াও দীর্ঘদিন পানির ট্যাংক পরিষ্কার করা না হলে পানির পাম্প এবং ফিল্টার খতিগ্রস্ত হয় এবং এর মেরামত অনেক ব্যায়বহুল। তাই নিয়ম মেনে বছরে অন্তত দুইবার আপনার বাসা/বাড়ীর পানির ট্যাংক পরিষ্কার করে জীবানুমুক্ত বিশুদ্ধ পানি নিশ্চিত করুন।

আমাদের সার্ভিসটি কেন নেবেন?

আমরা দীর্ঘদিন ধরে আধুনিক সরঞ্জাম এবং অভিজ্ঞ কর্মী দ্বারা World Health Organization এর সুপারিশকৃত,আন্তর্জাতিক ও আধুনিক পদ্ধতিতে ৮টি ধাপে পানির ট্যাংক পরিষ্কারের পাশাপাশি পাইপলাইন পরিষ্কারের প্রফেশনাল সার্ভিস দিয়ে আসছি। আমাদের সার্ভিসে ব্যবহৃত ধাপ সমূহ এবং কিছু্ু উল্লেখযোগ্য সরঞ্জাম দেখে নেওয়া যাক

পানির ট্যাংক পরিষ্কার উত্তরা  ঢাকা

১ম ধাপে এ্যাডজাস্ট ফ্যান চালিয়ে ট্যাংকের ভিতরে থাকা ক্ষতিকর এমোনিয়া গ্যাস বের করে ফেলা হয়

পানির ট্যাংক পরিষ্কার খিলক্ষেত  ঢাকা

২য় ধাপে সাবমারসিবল পাম্প দ্বারা ট্যাংক এর সম্পূর্ণ পানি অপসারণ করা হয়।

পানির ট্যাংক পরিষ্কার হাইড্রোজেন পার অক্সাইড দেওয়ালে মারা

৩য় ধাপে ট্যাংকের দেয়ালে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভালোভাবে ঘষে ট্যাংকটিকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়

Water Tank Cleaning Service Dhaka

৪র্থ ধাপে হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে ট্যাংকটির প্রতিটি অংশ নিখুঁত ভাবে পরিষ্কার করা হয়।

Water Tank Cleaning Service Dhaka

৫ম ধাপে ট্যাংকের ভেতরে থাকা কাদা ও ময়লা পানি পাম্পের মাধ্যমে বের করে ফেলা হয়

Water Tank Cleaning Mirpur.jpg

৬ষ্ঠ ধাপে সম্পূর্ণ ট্যাংকটি ডিপ ক্লিন করা হয়। লক্ষ্য রাখা হয় যাতে ক্ষুদ্র ধুলিকনাও ট্যাংকটিতে অবশিষ্ট না থাকে।

Water Tank Cleaning Service

৭ম ধাপে UV রশ্মি দ্বারা ক্ষতিকর জীবাণু ধ্বংস করা হয়।

Water Tank Cleaning

৮ম ধাপে সম্পূর্ন ট্যাংক পরিদর্শন করে কাজ সমাপ্ত করা হয়।

পানির ট্যাংক পরিষ্কারে আমরা কি ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকি

Water Tank Cleaning Bhatara

Adjust Fan

Water Tank Cleaning Professional Service

Submersible Pump

Water Tank Cleaning Mirpur

Hydrogen Peroxide Chemical

Water Tank Cleaning Mirpur 10

High Pressure Washer

Water Tank Cleaning Tongi

Vacume Pump

Water Tank Cleaning Pump

Water Pump

Water Tank Cleaning UV Light.jpg

UV Light

Water Tank Cleaner And Other's Chemical

Water Tank Cleaner And Other's Chemical

প্রফেশনাল দক্ষ ও অভিজ্ঞ কর্মী দ্বারা আপনার বাসা বাড়ী,অফিস এপার্টমেন্ট এর পানির ট্যাংক ও পাইপলাইন পরিষ্কার করতে এখনেই অর্ডার করুন আমাদের প্রফেশনাল পানির ট্যাংক ক্লিনিং সার্ভিসটি এখনই বুক করুন